রাওয়ালপিন্ডি টেস্ট: নাহিদ রানা ঝড়ে তছনছ পাকিস্তানের মিডল অর্ডার

  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১:১৯ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ১:১৯ সময়
রাওয়ালপিন্ডি টেস্ট: নাহিদ রানা ঝড়ে তছনছ পাকিস্তানের মিডল অর্ডার

পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে এসে রীতিমতো চালকের আসনে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ৯ রান তোলা স্বাগতিকরা পরের দিন প্রথম সেশন শেষে স্কোরবোর্ডে তুলেছে আরও ১০৮ রান, সেইসাথে হারিয়েছে ৪ উইকেট।

আগের দিন হাসান মাহমুদের জোড়া আঘাতের পর শেষ হয় তৃতীয় দিনের খেলা। চতুর্থ দিনে নাহিদ রানার পেস ঝড়ে পুড়েছে পাকিস্তানের মিডল লাইনআপ। অবশ্য শুরুটা করেছিলেন তাসকিন। এরপর শুধুই রানা ঝলক। তরুণ এ বোলার একাই তুলে নিয়েছেন ৩ উইকেট। একে একে বিদায় করেছেন শান মাসুদ, বাবর আজম ও সউদ শাকিলকে। এর আগে, সাইম আয়ুবকে সাজঘরে ফেরান তাসকিন।

উল্লেখ্য, লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে, এখন পর্যন্ত ১২৯ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। ক্রিজে আছেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা।

  • বিষয়:



কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ১৬

নিউজ ১৬,ডেস্ক রিপোর্ট

সর্বশেষ সংবাদ