ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

  • আপলোড সময় : ২৬ আগস্ট ২০২৪, দুপুর ৪:১৬ সময়
  • আপডেট সময় : ২৬ আগস্ট ২০২৪, দুপুর ৪:১৬ সময়
ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

দীর্ঘ প্রায় ১৮ বছর পর প্রকাশ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার আঠারবাড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে রায়ের বাজার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী আঠারবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ।

জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও আঠারবাড়ি অঞ্চল তত্ত্বাবধায়ক এইচ এম মাজহারুল ইসলামের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শুরার কর্মপরিষদ সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা মনজুরুল হক হাসান।

কর্মী সম্মেলনে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মোহাম্মদ বারকাতুল্লাহ, সাবেক সেক্রেটারি ডাঃ জয়নাল আবেদিন মন্ডল, জামায়াতে ইসলামী নান্দাইল উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম, সরিষা ইউনিয়ন শাখার আমীর মুহাম্মদ আমিনুল হক খাঁন, সেক্রেটারি মুহাম্মদ শফিকুল ইসলাম, আঠারবাড়ি ইউনিয়ন সেক্রেটারি আশিকুর রহমান আখেরিন, বায়তুল মাল সম্পাদক হাফেজ মাজহারুল ইসলাম সোহাগ, জামায়াত নেতা বেলায়েত হোসেন ভুইয়া, হাফেজ সাইফুল ইসলাম মানিক, মোঃ ওয়ালী উল্লাহ, শিবির নেতা মুহাম্মদ মোতাসিম বিল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মী সম্মেলনে নেতৃবৃন্দগণ বলেন, মানুষের ভুলের কারণেই রাষ্ট্রে জালিম সরকারের আবির্ভাব হয়। আর সেই জালিম সরকার মানুষের উপর জুলুম নির‌যাতন চালায়। যে কারণে আমরা এত দিন কথা বলতে পারেনি। ৫ আগস্ট জালিম সরকারের পতনের আগে আমরা কথা বলতে পারেনি। আল্লাহ তার বিচার করেছেন। তাই দীর্ঘ দিন পর হলেও আজ আমরা কথা বলতে পারছি এবং কর্মী সম্মেলন করছি। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

নেতৃবৃন্দ আরো বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের কুরআন শেখা, বোঝা ও আমল করার ওপর গুরুত্বারোপ করবেন, জামায়াতের কর্মী মানে সমাজ কর্মী হতে হবে। সংগঠনের মৌলিক কাজগুলো নিয়মিত করেবেন, বিশেষ করে গ্রুপ ভিত্তিক দাওয়াতী কাজের নিশ্চিত করতে হবে। নিজ পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে দাওয়াতী কাজ নিশ্চিত করতে হবে। ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সার্বিক সহযোগিতা ও আহতদের পাশে থাকা এবং বর্তমান পানিবন্দী জনগণের জন্য দোয়া ও সহযোগিতার হাত সম্প্রসারণের আহ্বান জানান।

  • বিষয়:



কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ১৬

নিউজ ১৬,ডেস্ক রিপোর্ট

সর্বশেষ সংবাদ