সিনে মিডিয়া’ ব্যানারে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র "মধ্যবিত্ত " আনকাট সেন্সর পেয়েছে। আমি এখানে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছি ও সহকারী পরিচালক এর দায়িত্ব পেয়েছি । বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, পরিচালক তানভীর হাসানকে। বহুদিন আটকে ছিলো সেন্সর বোর্ডের মারপ্যাচে। অবশেষে মুক্ত হলো। পরিচালক Tanvir Hasan এর অনেক পরিশ্রম সফল মধ্যবিত্ত সিনেমা, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে মুক্তি পাবে ইনশাআল্লাহ । আপনারাও সাথে থাকবেন সবসময়ই। ‘মধ্যবিত্ত’ সিনেমা মধ্যবিত্ত পরিবারের আশা-আকাঙ্খা, চাওয়া-পাওয়া ও লাঞ্চনা-বঞ্চনাকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। গল্প নির্ভর এ সিনেমায় অংশ নেওয়া অধিকাংশ শিল্পী টেলিভিশন মিডিয়ার সাথে জড়িত। কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও সিনেমাটি পরিচালনা করেছেন তানভীর হাসান। এর আগে তিনি একাধিক নাটক এবং সরকারি অনুদানে ডকুমেন্টারী নির্মাণ করেন। নির্মিত ‘মধ্যবিত্ত’ সিনেমার ২ জন নায়ক ও ২ নায়িকা। শিশির সরদার ও রিয়াজুল রিজু নায়ক। এলিনা শাম্মী ও মায়িশা প্রাপ্তি নায়িকা। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা ওমর মালিক। অন্যান্য চরিত্রে মাসুম আজিজ (প্রয়াত), ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আমির সিরাজী, আব্দুল্লাহ রানা, মাহমুদুল ইসলাম মিঠু, হান্নান শেলী, এইচ কে স্বাধীন, ম. ফারুক, সোহেল রানা, মুকুল জামিল, রাকিব হাসান, রাজু হাওলাদার, আবাদী সরকার, শবনম পারভীন, সাবিরা আলম, রেবেকা রউফ, নাঈমা ইসলাম নিশো, রুশা মনি টুম্পা, উর্মি হক, নদী আক্তার নিধী, মার্জিয়া জিতু, সানজিদা মিতু,নুরাইয়া আক্তার মিতু,শ্বর্ণা প্রমুখ অভিনয় করেন। আলোচিত এ সিনেমায় ৫টি গান রয়েছে। গানগুলো লিখেছেন রবিউল ইসলাম রবি, বাকিউল আলম, কাজী শাহীন ও তানভীর হাসান। সুর করেছেন মাসুদ আহমেদ, প্লাবন কোরেশী, মাহফুজ ইমরান ও তানভীর হাসান। সংগীত পরিচালকের দায়িত্ব পালন করেন রিয়াল আশিক, অনিম খান ও মহিদুল হাসান মন। আকর্ষণীয় গানগুলোয় কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী শফি মন্ডল, পুলক অধিকারী, নোলক বাবু, বেলাল খান, পলি শারমিন ও মোহনা নিশাদ।
‘মধ্যবিত্ত’ সিনেমায় চিত্রগ্রাহকের দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর রাজ। মোসাদ্দেক রহমান ফাগুন প্রধান সহকারী পরিচালক এবং সহকারী পরিচালক আবাদী সরকার ও নিবিড় চৌধুরী। নৃত্য পরিচালনায় মাইকেল বাবু, সম্পাদনা জিতু,আবহ সংগীত আতিকুর রহমান আতিক,লাইটিং হাসান মিজি এবং মেকআপ আল ইমরান। ‘মধ্যবিত্ত’ সিনেমা বিশেষ পটভূমির গল্পটি আমার খুবই ভালো লেগেছিলো। সমাজের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এবং অসঙ্গতি নিয়ে এই সিনেমার গল্প। মধ্যবিত্ত।।