সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে বিক্ষোভ

  • আপলোড সময় : ২৫ আগস্ট ২০২৪, বিকাল ৬:২৮ সময়
  • আপডেট সময় : ২৫ আগস্ট ২০২৪, বিকাল ৬:২৮ সময়
সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে বিক্ষোভ

সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের পদত্যাগের দাবীতে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।রবিবার (২৫ই আগস্ট) সকাল ১০ টার সময় বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। 

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষক স্কুলে এসে হাজিরা দিয়ে চলে যান সারাদিন তিনি ব্যবসা-সহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন।কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না। আমরা কিছু বলতে চাইলেও আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়া দেন। এসময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষক শহিদুল ইসলামের চারিত্রগত দিকেও নানান প্রশ্ন তোলেন।শিক্ষার্থীরা তার বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও অপকর্মের বিষয়ে তুলে ধরে স্লোগান দিতে থাকে। সলঙ্গা থানা পুলিশ খবর পেয়ে ঘঠনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন,প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটা অভিযোগ পেয়েছি , তদন্ত করে দেখব, সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করব।

  • বিষয়:



কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ