নেতৃত্বে ব্যর্থ হয়েছেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়
সাংবাদিক আন্দোলন ও ময়মনসিংহ প্রেসক্লাব- মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল
ঐতিহ্যবাহী ময়মনসিংহ প্রেসক্লাব। এ প্রেসক্লাব আমাদের ময়মনসিংহের সাংবাদিকদের সম্মান। আমি ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছি এ কথাটি মৃত্যু পর্যন্ত কোন সাংবাদিক বলে যেতে পারেন নি এটা খুবই দুঃখজনক।
আন্দোলনরত সাংবাদিকদের মুল চাওয়া জেলা প্রশাসক প্রেসক্লাবের সভাপতি পদে থাকবেন না। সাংবাদিকদের নিয়ে গঠিত হবে ময়মনসিংহ প্রেসক্লাব কমিটি। প্রেসক্লাবে দ্বি বার্ষিক বা ত্রি বার্ষিক সম্মেলন হবে। ভোটের মাধ্যমে বা সমর্থনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল পদের মুল্যায়ন করবে সদস্যরা।
প্রেসক্লাবে সাধারণ সম্পাদক অমিত রায় ইতিমধ্যে সাংবাদিকদের নেতৃত্বে ব্যর্থ হয়েছেন বলে আমি মনে করি, কারন প্রথম বৈঠকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান সুন্দর উপস্থাপনে সাধারণ সম্পাদক অমিত রায়কে প্রস্তাব করে বলেছিলেন, প্রেসম্যান ফর প্রেসক্লাব গঠনের দাবী নিয়ে এসেছি। জেলা প্রশাসক প্রেসক্লাবের সভাপতি পদে থাকতে পারেন না। আমরা উপস্থিত সাংবাদিকরা আপনার নেতৃত্বেই এগুলো সংস্কার করতে চাই। যেহেতু আপনি বর্তমান সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন, আপনিই আমাদের নেতা। কিন্তু এখন পর্যন্ত কোন দায়িত্বই এখানে তিনি পালন করতে পারেন নি। বরং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ব্যবহার করে নিজের সার্থ সিদ্ধির হাসিল করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে রাজনৈতিক নেতা ও অধিকার বঞ্চিত সাংবাদিকদের মাঝে দুরত্ব সৃষ্টি করার চেষ্টা করছেন।
সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা রাষ্ট্র সংস্কারের কাজে বাঁধা না হয়ে সংস্কারে সহযোগিতা করবেন। ভোটের নির্বাচনে আপনারা অংশ গ্রহন করে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। যেহেতু এটা গনতন্ত্রের দেশ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা ছাত্র জীবন দিয়ে, রক্ত ঝরিয়ে যে গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের সুজুগ করে দিয়েছেন তা একদিন ইতিহাসের পাতায় স্বর্নাক্ষরে লেখা থাকবে। অধিকার বঞ্চিত সাংবাদিক আন্দোলনের সাংবাদিকবৃন্দ আপনারা ছাত্র জনতার হস্তক্ষেপ কামনা করছে।
অবৈধ ভবনে বসে নিজেকে জাতির বিবেক দাবী করে, পেশাকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ পুঁজি করে অবৈধ সুবিধা নিয়ে আঙুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া সাংবাদিকরাই অসাংবাদিকদের সহযোগিতায় ময়মনসিংহ প্রেসক্লাব'কে বিতর্ক করে ময়মনসিংহের সকল সাংবাদিকসহ আমাদের ময়মনসিংহের সুনাম ক্ষুন্ন করে চলেছেন।
আমার বিস্বাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ প্রেসক্লাবের গঠনতন্ত্র সংস্কারে ভুমিকা রেখবে। প্রেসক্লাব মার্কেট থেকে আয়ের অর্থ তারা এতদিন কোথায়- কিভাবে ব্যয় করেছেন তা বাংলার ১৮ কোটি মানুষের মাঝে ছাত্র জনতাই উন্মোচন করবেন।
অধিকার বঞ্চিত সাংবাদিক আন্দোলনের সাংবাদিক সহকর্মীরা আমরা সকলেই জানি ন্যায্য যৌক্তিক আন্দোলনে রক্ত ঝড়লে সেই আন্দোলন কখনোই বৃথা যায় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিকরাও প্রান দিয়েছেন, রক্ত দিয়েছেন সুতরাং ন্যায্য দাবি সফল হবেই হবে। দূর হবে সাংবাদিকদের মাঝে বৈষম্য।
এক্ষেত্রে অধিকার বঞ্চিত সাংবাদিক আন্দোলনের সকল সাংবাদিক সহকর্মীদের প্রতি আমার আহবান আপনারা সতর্ক থাকুন আমাদের যৌক্তিক আন্দোলন যেন ভিন্ন পথে ধাবিত করতে না পারে। ময়মনসিংহ প্রেসক্লাব নিয়ে যে আন্দোলন এটা শুধু আমাদের সাংবাদিকদের না। এ আন্দোলন সাংবাদিক ছাত্র জনতার অংশগ্রহণমুলক। ছাত্র জনতা আমাদের যৌক্তিক কথা ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সহযোগিতা করবেন আর সাংবাদিকরা কলম দিয়ে লেখনীর মাধ্যমে। মনে রাখবেন সাংবাদিকের ক্ষুরধার কলমের নিপের আচরে ক্ষতবিক্ষত হয়ে নির্মুল হয়ে যায় অন্যায় অপরাধ।
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল
সহ সমন্বয়ক
অধিকার বঞ্চিত সাংবাদিক আন্দোলন