সিরাজগঞ্জের সলঙ্গায় সেনাবাহিনী ও র্যাব এর সহায়তায় থানার কার্যকম শুরু করেছে পুলিশ।শনিবার দুপুরে সলঙ্গা থানার পুলিশ সদস্যদের নিয়ে সেনাবাহিনী ও র্যাব এর বিশেষ নিরাপত্তার গাড়ির বহর নিয়ে সলঙ্গা থানায় উপস্থিত হয় সেনাবাহিনী ও র্যাব৷ এসময় সিরাজগঞ্জ র্যাব ১২ এর অতিরিক্ত ডিআইজি মোঃ মারুফ হোসেন, সাংবাদিক ও ছাত্রদের সাথে কথা বলে জানান,এই দেশ আমাদের আমরা সকলে মিলে বিনির্মানে পেশাদারিত্বের সাথে সকলে এই দেশ কে পূর্ণ গঠন করার জন্য কাজ করে যাবো।বৈষম্য ছাত্র জনতার যারা শহিদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন তিনি।
এসময়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা এনামুল হক বলেন,কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মত আমাদের সলঙ্গা থানায় কার্যক্রম বন্ধ ছিল,সেনাবাহিনী, র্যাব ও স্থানীয় জনগনের সহায়তায় থানায় ফিরেছি এবং আমরা থানার কার্যক্রম শুরু করব। স্থানীয় জনগণ আমাদের আশ্বাস দিয়েছে পুলিশকে সব ধরনের সহযোগিতা করবে আশা করছি।সামনের দিনগুলোতে আমরা সুন্দরভাবে পুলিশি কার্যক্রম পরিচালনা করতে পারবো।
সাধারণ জনগণ পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার আহবান জানিয়েছেন৷