কাশ্মীরি ভাপা পিঠার সহজ রেসিপি

  • আপলোড সময় : ১২ জানুয়ারী ২০২৪, রাত ৩:৪৪ সময়
  • আপডেট সময় : ১২ জানুয়ারী ২০২৪, রাত ৩:৪৪ সময়
কাশ্মীরি ভাপা পিঠার সহজ রেসিপি

বাড়িতে আজ আয়োজন করতে পারেন কাশ্মীরি ভাপা পিঠা তৈরির। শীতের সন্ধ্যায় গরম গরম পিঠার স্বাদ উষ্ণতা ছড়াবে চারপাশে।

প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে ভাপা পিঠা তৈরির জন্য প্রয়োজন হবে সিদ্ধ চালের গুঁড়া ২ কাপ, তরল দুধ পরিমাণমতো, ভেঙে নেয়া খেজুরের গুড় ১ কাপ, নারকেল কোরানো ১ কাপ, মাওয়া ৩ টেবিল চামচ, পেস্তাবাদাম ১ টেবিল চামচ, কাজুবাদাম ২ টেবিল চামচ, কিশমিশ ৩ টেবিল চামচ, কাঠবাদাম ২ টেবিল চামচ, চেরি কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন: চালের গুঁড়ায় লবণ মিশিয়ে হালকা করে দুধ ছিটিয়ে ঝুরঝুরে করে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে, যেন দলা না বাঁধে।

এবার চালনিতে চেলে নিন। অন্যদিকে ভাপা পিঠা বানানোর হাঁড়িতে পানি দিন। হাঁড়ি না থাকলে যে কোনো হাঁড়িতে মুখ ছিদ্র ঢাকনা বসিয়ে আটা দিয়ে আটকে দিন। যাতে বাষ্প বের হতে না পারে।
 
এ পদ্ধতিও কঠিন মনে হলে হাঁড়ির ওপর স্টিলের ছাঁকনি দিয়ে ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন। চুলায় বসিয়ে পানি গরম করে নিন। পাতলা সুতির দুই টুকরা কাপড় ও ছোট দুটি বাটি নিন।

এবার বাটিতে চালা চালের গুঁড়া দিয়ে মাঝখানে গর্ত করে গুড় ও নারকেল দিন। আবার চালের গুঁড়া দিয়ে ঢেকে দিন। এরপর বিভিন্ন ধরনের বাদাম, কিশমিশ, চেরি কুচি দিন।
 
এবার এক টুকরা পাতলা সুতির কাপড় ভিজিয়ে পিঠার বাটি ঢেকে উল্টে মুখ ছিদ্র ঢাকনার ওপর পিঠা রেখে সাবধানে বাটি খুলে পিঠা ঢেকে দিন। সিদ্ধ হলে পিঠা উঠিয়ে গরম গরম পরিবেশন করুন।

  • বিষয়:



কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ১৬

নিউজ ১৬,ডেস্ক রিপোর্ট

সর্বশেষ সংবাদ