ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। রাজ্যটিতে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
মঙ্গলবার (৯ এপ্রিল) এই রাজ্যে চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কেরালা কৌমুদি।
প্রতিবেদনে বলা হয়েছে, কোঝিকোডের প্রধান ভারপ্রাপ্ত কাজী সাইয়্যিদ মুহাম্মদ কোয়া জামালুল্লাইল বলেছেন, শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।
কেরালা হিলাল (কেএনএম) কমিটির চেয়ারম্যান মো. মাদানি জানিয়েছেন, পোনানিতে নতুন চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বুধবার ঈদুল ফিতর উদযাপিত হবে। ওমান ছাড়াও উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) দেশগুলোতে আগামীকাল ঈদুল ফিতর উদযাপিত হবে।
কেরালাতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলেও ভারতের অন্যান্য প্রদেশে চাঁদ দেখা যায়নি। অর্থাৎ বুধবারও (১০ এপ্রিল) রোজা রাখতে হবে অন্যান্য প্রদেশে। পরদিন তথা বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশটির অন্যান্য রাজ্যে ঈদুল ফিতর উদযাপিত হবে। প্রসঙ্গত, বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমবার পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। আগামী ১০ এপ্রিল (বুধবার) ঈদ উদযাপন করবেন দেশটির মুসলিমরা।
যুক্তরাষ্ট্র ও কানাডায় ঈদুল ফিতরের তারিখ জানা গেছে। উত্তর আমেরিকার দেশ দুটিতে মঙ্গলবার (৯ এপ্রিল) পবিত্র রমজান মাসের শেষ দিন। সেই হিসেবে এ দেশ দুটি ঈদুল ফিতর উদযাপিত হবে বুধবার (১০ এপ্রিল)।