গোপালগঞ্জের স্কুলে-স্কুলে নতুন বই বিতরণ

  • আপলোড সময় : ১২ জানুয়ারী ২০২৪, রাত ২:৪৯ সময়
  • আপডেট সময় : ১২ জানুয়ারী ২০২৪, রাত ২:৪৯ সময়
গোপালগঞ্জের স্কুলে-স্কুলে নতুন বই বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুর এলাকার সূরুপি সালিনা বকসা উচ্চ বিদ্যালয়ে ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বই উৎসবের অংশ হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে তা বিতরণ করা হয়।

স্কুলে মোট ৪ শতাধিক শিক্ষার্থী রয়েছে। এ সময় নতুন বই পেয়ে উৎসাহে মেতে ওঠে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের চোখেমুখে ছিল আনন্দের ছাপ।

এ সময় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুর রহমান লস্কর বলেন, নতুন বই পাওয়াটা শিশুদের জন্য সবসময়ই আনন্দের। বিদ্যালয়ের উন্নয়নে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে তার কমিটি। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার সুযোগ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানান তিনি। ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও মানসম্মত পড়াশোনা নিশ্চিত করার কথাও জানান মাসুদুর রহমান লস্কর।

বই উৎসবে আসা অভিভাবকদের মাঝেও লক্ষ্য করা গেছে ব্যাপক উচ্ছ্বাস।

  • বিষয়:



কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ