‘ফোনালাপ’ ইস্যুতে লাইভে আসছেন তামিম

  • আপলোড সময় : ২০ মার্চ ২০২৪, দুপুর ৩:৫৫ সময়
  • আপডেট সময় : ২০ মার্চ ২০২৪, দুপুর ৩:৫৫ সময়
‘ফোনালাপ’ ইস্যুতে লাইভে আসছেন তামিম

বাংলাদেশ ক্রিকেটে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে তামিম ইকবাল। নৈপথ্যে গতকাল মঙ্গলবার বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রকাশিত তামিম ও মেহেদী হাসান মিরাজের ফোনালাপ ফাঁস। সেই ফোনালাপ ফাঁস হওয়ার পর দেশ জুড়ে শুরু হয় ভ্ক্তদের আলোচনা-সমালোচনা। সেই ঘটনার জেরে ভক্তদের কাছে নিজের অবস্থান জানাতে আজ লাইভে আসার ঘোষণা দিয়েছেন তামিম।

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের একটি ফোনালাপ প্রচারিত হয় দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলে। এরপর থেকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। 

নিজের ভ্যারিফায়েড ফেসবুক পোস্টে সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল লাইভে আসার ঘোষণা দেন। আজ তামিমের ৩৫তম জন্মদিন। নিজের বিশেষ এই দিনে শুভেচ্ছা জানানো ভক্তদের কৃতজ্ঞতাও জানিয়েছেন ওই পোস্টে।

ফেসবুক পোস্টে তামিম লিখেছেন, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। মঙ্গলবার থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।

আলোচিত সেই ফোনালাপে তামিম ও মিরাজকে কথা বলতে শোনা গেলেও, সেখানে পরোক্ষভাবে অনুপস্থিত ছিলেন মুশফিকুর রহিম। ইঙ্গিতপূর্ণ মন্তব্যে তামিম মুশফিকের কোনো আচরণে ক্ষুব্ধ হওয়ার কথা জানান মিরাজকে। ওই কথোপকথনের সারাংশ দাঁড় করালে দেখা যায়– মুশফিক তামিমের দল থেকে বেরিয়ে নতুন কোনো দল গঠন করছেন। যে বিষয়টি মানতে পারছেন না তামিম, সে কারণে তিনি মুশফিককে দেখে নেবেন বলেও শোনা যায়। এ সময় পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করেও ব্যর্থ হন মিরাজ।

ফোনালাপটি নিয়ে রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। নেটিজেনদের অনেকেই বিষয়টি কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী প্রচার বলে উল্লেখ করতে থাকেন। নইলে এমন ফোনালাপ ফাঁস হয় কীভাবে সেই প্রশ্নও তোলেন তারা। এর আগেও তামিম ও সাকিব আল হাসানের মধ্যকার দ্বন্দ্ব একপাশে রেখে দু’জনকে একত্রে দেখা যায়। পরে জানা যায়, সেটি ছিল একটি বিজ্ঞাপন দৃশ্যের অংশ। এবারও তেমন কিছুই ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে! বাকি বিষয় হয়তো তামিমের লাইভের পরই পুরোপুরি পরিষ্কার হওয়া যাবে।

  • বিষয়:



কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ১৬

নিউজ ১৬,ডেস্ক রিপোর্ট

সর্বশেষ সংবাদ