২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। বিষয়টি নিশ্চিত করেছেন, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। পরীক্ষার রুটিন আজই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যান্যবারের এবারও বোর্ডগুলোর তরফে কিছু নির্দেশনা থাকছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে যেতে হবে। প্রশ্নপত্রে থাকা নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে।