বেইলি রোডে আগুনে দগ্ধ ৫ জন শঙ্কামুক্ত নন: স্বাস্থ্যমন্ত্রী

  • আপলোড সময় : ২ মার্চ ২০২৪, দুপুর ৪:২৫ সময়
  • আপডেট সময় : ২ মার্চ ২০২৪, দুপুর ৪:২৫ সময়
বেইলি রোডে আগুনে দগ্ধ ৫ জন শঙ্কামুক্ত নন: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন ১১ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বলেছেন, দগ্ধ এই ৫ জনের শ্বাসনালী পুড়ে যাওয়ায় তারা কেউ শঙ্কামুক্ত নয়। বাকি ৬ জনকে আজ ছেড়ে দেয়া হবে।

শনিবার (২ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসায় গঠিত ১৭ সদস্যের মেডিকেল বোর্ড পরবর্তীতে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আহতদের চিকিৎসার সকল খরচ সরকার বহন করবে।

এদিকে, এ দুর্ঘটনায় নিহত ৪৬ জনের মধ্যে ৪৩ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাকি ৩ জনের মরদেহ হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। এদের মধ্যে একজনের মরদেহ বার্ন ইনিস্টিটিউটে এবং বাকি দুই জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

  • বিষয়:



কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ১৬

নিউজ ১৬,ডেস্ক রিপোর্ট

সর্বশেষ সংবাদ