ইরা-নূপুরের বিয়েতে উপস্থিত ৩ খান, বাদ যায়নি আম্বানিও

  • আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৯ সময়
  • আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৯ সময়
ইরা-নূপুরের বিয়েতে উপস্থিত ৩ খান, বাদ যায়নি আম্বানিও

আমির খানের কন্যা ইরা খান ও নূপুর শিখরের বিয়েতে একসাথে দেখা গেলো বলিউডের তিন খানকে। রোববার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার মুম্বাইয়ে একটি জমকালো রিসেপশনের মধ্য দিয়ে শেষ হয়েছে বিয়ের অনুষ্ঠান। রিসেপশনে আমির কন্যাকে আশীর্বাদ করতে এসেছেন বিজনেস টাইকুন মুকেশ আম্বানি ও তার সহধর্মিণী নীতা।

আমিরের মেয়ের বিয়ে, আর ভাইজান আসবেন না! এটা হতেই পারে না। তাইতো ইরা’র বিয়েতে এসে হাজির সালমান খান। দুই খান বিয়েতে আছেন, কিং খান আর বাদ থাকবেন কেন? তাইতো স্ত্রী গৌরীকে নিয়ে বিয়েতে উপস্থিত শাহরুখ খান। তারকারদের উপস্থিতির বাহিরে, অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব নবদম্পতিকে আশীর্বাদ করতে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে, স্যান্ডো গেঞ্জি আর হাফপ্যান্ট পরে বিয়ের মঞ্চে এসে হাজির হয়েছিলেন আমির খানের জামাতা নূপুর শিখর। এরপর মুম্বাইয়ের তাজ ল্যান্ডস এন্ডে আয়োজিত অনুষ্ঠানে বরের এমন অসাধারণ পোশাকের ছবি ও ভিডিও ছড়িয়ে পরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।

  • বিষয়:



কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ১৬

নিউজ ১৬,ডেস্ক রিপোর্ট

সর্বশেষ সংবাদ