ভারতের শেয়ারবাজার নিয়ে সতর্ক দুই মার্কিন বিনিয়োগ কোম্পানি

  • আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৪, রাত ১২:২৩ সময়
  • আপডেট সময় : ১৩ জানুয়ারী ২০২৪, রাত ১২:২৩ সময়
ভারতের শেয়ারবাজার নিয়ে সতর্ক দুই মার্কিন বিনিয়োগ কোম্পানি

ভারতের শেয়ারবাজারের বিষয়ে চলতি বছর সতর্ক অবস্থান নিচ্ছে বিনিয়োগ প্রতিষ্ঠান মরগ্যান স্ট্যানলি ও সিএলএসএ। নানাবিধ কারণে তারা এ অবস্থান নিচ্ছে বলে জানা গেছে যেমন লোকসভা নির্বাচন, ভূরাজনৈতিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের বাজারের পরিস্থিতি ও শেয়ারের তুলনামূলক উচ্চ মূল্য।

এক প্রতিবেদনে মরগ্যান স্ট্যানলি বলেছে, যদিও সম্প্রতি কয়েকটি রাজ্যসভার নির্বাচনে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিজেপি নেতৃত্বাধীন জোট লোকসভা নির্বাচনে জিতে আবার ক্ষমতায় আসতে চলেছে, নির্বাচনের ফলাফল প্রকাশিত না হওয়া পর্যন্ত ভারতের শেয়ারবাজার টালমাটাল থাকবে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন বাজারের যেসব বিষয় ভারতের শেয়ারের প্রভাব ফেলতে পারে তার মধ্যে অন্যতম হলো, ফেডারেল রিজার্ভের নীতি সুদহার হ্রাসের ইঙ্গিত।

মরগ্যান স্ট্যানলি আরও আশা করছে, ভূরাজনৈতিক কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা করবে, যার কারণে ভারতের বাজারে প্রভাব পড়তে পারে।

মার্কিন এই বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতের বাজারের শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক ভিত্তি যেমন আগামী তিন–চার বছরে করপোরেট আয় ২০ শতাংশ বেড়ে যাওয়া এবং আইপিওর শক্তিশালী বাজারের কারণে ভারতের শেয়ারবাজারের টালমাটাল পরিস্থিতি কিছুটা প্রশমিত হবে। অন্তত অন্যান্য উদীয়মান বাজারের তুলনায় ভারতের শেয়ারবাজার ভালো অবস্থায় থাকবে বলে প্রতিষ্ঠানটি মনে করছে।এদিকে সিএলএসএ বলেছে, ভারতের শেয়ারবাজার অত্যন্ত চাঙাভাব নিয়ে নতুন বছর শুরু করেছে। বাজারে শেয়ারের দাম বাড়তি। তারা মনে করছে, ভারতের দীর্ঘমেয়াদি উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনা ও নরেন্দ্র মোদির টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার প্রভাব শেয়ারের লভ্যাংশে পড়বে। ভারতের বাজার প্রত্যাশা করছে, যুক্তরাষ্ট্র মন্দা এড়িয়ে মাঝারি গোছের প্রবৃদ্ধি অর্জন করবে। তবে হতাশার কোনো কারণ সৃষ্টি হলে বা মূল্যস্ফীতির হার বাড়লে স্টকের মূল্যে তার প্রভাব পড়বে বলে মনে করছে সিএলএসএ।

  • বিষয়:



কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ১৬

নিউজ ১৬,ডেস্ক রিপোর্ট

সর্বশেষ সংবাদ