মনসিংহের মুক্তাগাছায় শহীদ স্মৃতি সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ আলী ইদ্রিস সিন্ডিকেটের কবলে পড়েছেন উপাধ্যক্ষ মো. সেলিম তালুকদার। বিগত স্বৈরাচার সরকারের আমলে দূর্নীতি ও অনিয়মের স্বর্গরাজ্য গড়ে তুলেন মুক্তাগাছার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি সরকারী কলেজকে। আওয়ামীলীগ সরকারের আমলে আলী ইদ্রিস সিন্ডিকেটের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করেছিলেন তাদেরকে বদলি করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। তখন অনেকেই প্রতিবাদ না করতে পারলেও ৫ আগস্টের পর শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদ গড়ে তুলেন সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে। ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিভিন্ন বিষয় উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে। একাদিক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয় অধ্যক্ষ আলী ইদ্রিস,বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজুল বারী ও আলী হায়দারের (গ্রন্থাগারিক)অনিয়মের তথ্য ও প্রমান। নিউজ প্রচারের পর অধ্যক্ষ আলী ইদ্রিসের বিরুদ্ধে ব্যবস্থা গহন করলেও বহাল তবিয়তে থেকে যায় সিন্ডিকেটের অপর দুই সদস্য মাহফুজুল বারী ও আলী হায়দার। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক ও শিক্ষার্থী জানায় বিগত ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা এই সিন্ডিকেট পুনরায় কলেজে অনিয়ম ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে ভাইস প্রিন্সিপাল মো. সেলিম তালুকদার তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে চক্রান্তের ছক আঁকে আওয়ামী দোসররা । সাবেক অধ্যক্ষ আলী ইদ্রিস সিন্ডিকেটের সকলে মিলে তাকে সরানোর জন্য বিভিন্ন দপ্তরে শুরু করে তদবির। তারই ধারাবাহিকতায় অনিয়মের প্রতিবাদ করায় তাকে বিভাগীয় বদলীর আদেশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। দ্বাদশ শ্রেণির মানবিক শাখার জীম, সবুজ একই শ্রেণির ব্যবসায়িক শাখার সাবিত সহ সাধারণ শিক্ষার্থীরা বলেন আমাদের স্যার এই প্রতিষ্ঠানেই থাকবে আমরা প্রয়োজনে মন্ত্রণালয়ে যাবো। শিক্ষক পরিষদের অনেকেই জানায় স্যার অত্যন্ত ভালো মানুষ, তিনি কলেজে থাকলে কলেজ প্রাণ ফিরে পায়। তাছাড়া অনিয়মের প্রতিবাদ করে যদি বদলি হতে হয় তাহলে কি কেউ অনিয়মের প্রতিবাদ করবে? এখনও আওয়ামী দোসর আলী ইদ্রিস সিন্ডিকেটের চক্রান্ত থেমে নেই। কলেজে নতুন করে চক্রান্তের জাল বিছানো শুরু করেছে তারা। মাহফুজুল বারী, আলী হায়দার ও তাদের সাথে আরও দুই একজন ছক আকছে বলেও জানা যায়। শিক্ষক পরিষদ ও শিক্ষার্থীদের দাবী দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তাদের প্রিয় শিক্ষককে যেন তারা কলেজে ফিরে পায়।