মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ পুরস্কার পেলেন ওসি ফরিদ আহমেদ

  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৪, বিকাল ৭:২৪ সময়
  • আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৪, বিকাল ৭:২৪ সময়
মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ পুরস্কার পেলেন ওসি ফরিদ আহমেদ

উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহঃ ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, ফরিদ আহমেদ জেলা পুলিশের শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন। তিনি জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো-টলারেন্স ঘোষণাকারী ওসি ফরিদ আহমেদ মাদক উদ্ধারে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন।

রোববার ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মিটিংয়ে ময়মনসিংহ বিভাগীয় ময়মনসিংহ রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) ড, মোহাম্মদ আশরাফুর রহমান এবং ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো, আজিজুল ইসলাম এর হাত থেকে এই শ্রেষ্ঠত্ব পুরস্কার গ্রহণ করেন।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো,ফরিদ আহমেদ বলেন, এ অর্জন আমার একার নয়, এই অর্জন আমার থানার স্টাফ সহ নান্দাইলের সচেতন নাগরিকের। এছাড়া এটা আমার অন ডিউটি। জুয়া ও মাদকের বিরুদ্ধে আমার জিরো-টলারেন্স অব্যাহত থাকবে। জুয়া ও মাদক সেবনকারী সে যেই হোক না কেন? কাউকে কোনোভাবে ছাড় দেয়া হবে না। তিনি উক্ত বিষয়ে নান্দাইলের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

  • বিষয়:



কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ১৬

নিউজ ১৬,ডেস্ক রিপোর্ট

সর্বশেষ সংবাদ