বগুড়ার শেরপুর উপজেলার লক্ষীকোলা গ্রামে এআর মালিক সিডস প্রা. লিঃ এর বিজলী ২০২০ জাতের মরিচের মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
আজ সোমবার বিকালে এআর মালিক সিডস প্রা.লি. আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠিত উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআর মালিক সিডস এর ম্যানেজার সেলস পরিতোষ গোস্বামী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এআর মালিক সিডস সবসময় কৃষকের মাঝে ভালো এবং উন্নত জাতের বীজ সরবরাহ করে থাকেন। ভালো মানের বীজ সরবরাহ করতে এআর মালিক সিডস কৃষকের মাঝে প্রতিশ্রুতিবদ্ধ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা কৃষি অফিসের এসএপিপিও মোঃ মাসুদ আলম, মতিলাল সরকার প্রোপাইটার পিন্টু বীজ ভান্ডার শেরপুর বগুড়া, শাহ নগর নার্সরী মালিক সমিতির সভাপতি মোঃ আমজাদ হোসেন, ভাই ভাই নার্সরীর মালিক মোঃ ফেরদৌস আহমেদ। ও অন্যান্য কর্মকর্তাগণ। মাঠ দিবস অনুষ্ঠানে ৩ শতাধিক কৃষক কৃষানিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত মাঠ দবসে সঞ্চালনা করেন এরিয়া সেলস ম্যানেজার মোঃ ফেরদৌস মিয়া।
অনুষ্ঠিত মাঠ দিবসে বিজলী গোল্ড ২০২০ মরিচ চাষি কৃষক মোঃ সিরাজুল ইসলাম জানান, আমি প্রথমে এই জাতের মরিচের সন্ধান পাই ইউটিউব দেখে। তার পর শাহ নগর নার্সারীতে যোগাযোগ করে চারা সংগ্রহ করি। ১৫ শতাংশ জমিতে গত ৫ মাসে এখন পর্যন্ত আমি ৫ লক্ষ টাকার মরিচ বিক্রয় করেছি। বাজার ঠিক থাকলে আরও ৪ লক্ষ টাকার মরিচ বিক্রয় করার প্রত্যাশা করেন।
প্রসঙ্গতঃ আলোচনায় স্থানীয় মরিচ চাষিগণ জানান, বিজলী গোল্ড ২০২০ জাতের মরিচ গাছ রোগবালাই সহনশীল, অন্যান্য মরিচের তুলনায় অনেক বেশি ধরে, বাজারে এই মরিচের চাহিদা বেশি তাই দাম বেশি পাওয়া যায়, সারাবছর চাষ করা যায়। এসময় কৃষকগণ নার্সরী গুলোতে এই জাতর মরিচ চারা আগামী মৌসুমে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ নিশ্চিত করতে অনুরোধ করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ মাসুদ রানা সিনিয়র টিএসও -বগুড়া, মোঃ সুজন মিয়া টিএসও- সিরাজগঞ্জ, মো: মুছা আহমেদ এএমএস-জয়পুরহাট।