সহকারী বিদ্যুৎ পরিদর্শক পদের বাছাই পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২০৯

  • আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৪, রাত ১২:৬ সময়
  • আপডেট সময় : ১৩ জানুয়ারী ২০২৪, রাত ১২:৬ সময়
সহকারী বিদ্যুৎ পরিদর্শক পদের বাছাই পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২০৯

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের অধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের দশম গ্রেডভুক্ত সহকারী বিদ্যুৎ পরিদর্শক নিয়োগের বাছাই পরীক্ষার (এমসিকিউ) ফলাফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ বিভাগের অধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের দশম গ্রেডভুক্ত সহকারী বিদ্যুৎ পরিদর্শক পদে নিয়োগের জন্য গত ২০ ডিসেম্বর এসমিকিউ ধরনের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় ২০৯ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এমসিকিউ ধরনের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বাংলা ৪০, ইংরেজি ৪০, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ৪০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল ৮০ নম্বরসহ মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি ও পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্যাবলি পরবর্তী সময়ে জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বাছাই পরীক্ষার ফল দেখতে এখানে ক্লিক করুন।

  • বিষয়:



কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ১৬

নিউজ ১৬,ডেস্ক রিপোর্ট

সর্বশেষ সংবাদ