ফুলবাড়িয়ায় আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৪, রাত ৮:৪৯ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৪, রাত ৮:৪৯ সময়
ফুলবাড়িয়ায় আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটি আহ্বায়ক আলহাজ জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম এবং সদস্য সচিব দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে উপজেলার ২৪শে চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে একই স্থান গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল,  পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল ফজল, মাসুদ আলম খান, মাহবুবুর রহমান সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান বাপ্পি, শাহজাহান সিকদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,  বিএনপি নেতা শহিদুল ইসলাম, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন তাপস, আনোয়ার আকন্দ রুবেল, ইঞ্জিনিয়ার শামছুর রহমান শামীম, এ এস এম পারভেজ (রনি সরকার), যুবদলের আহবায়ক প্রার্থী মঞ্জরুল হক খান, যুব দল নেতা আব্দুর রউফ মন্ডল, নাজিরুল হক লিমন, মোঃ রফিকুল ইসলাম,  তাতি দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মতি, ছাত্রদল নেতা মইনুল হক সিফাত, পৌর ছাত্রদলের সদস্য সচিব মারুফ খান, সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সোমবার (৪ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। 

  • বিষয়:



কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ১৬

নিউজ ১৬,ডেস্ক রিপোর্ট

সর্বশেষ সংবাদ