ময়মনসিংহে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

  • আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৪, রাত ৯:৮ সময়
  • আপডেট সময় : ৩১ অক্টোবর ২০২৪, রাত ৯:৮ সময়
ময়মনসিংহে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

ময়মনসিংহে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

আটককৃতরা হলেন মনিহাজ (৩০) ও মোরাদ হোসনে (২৬)। এ সময় তাদের কাছ থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর, ২০২৪) বিকালে ডিবি কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সহিদুল ইসলাম।

এর আগে ৩০ অক্টোবর এসআই আলাউদ্দনি সংগীয় অফসিার ও র্ফোসসহ অভযিান পরচিালনা করে ময়মনসিংহের মুক্তাগাছার পদুরবাড়ী বাজার হতে তাদের আটক করে।

তিনি আরও জানান, গ্রফেতারকৃতরা র্দীঘদনি যাবৎ মাদক কারবাররি সাথে জড়তি। তাদের বিরুদ্ধে ৩টি করে মামলা আছ।ে এ চক্ররে সাথে জড়তি অন্যান্যদরে সনাক্ত ও গ্রফেতাররে অভযিান অব্যাহত। আটককৃতদের বরিুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা দায়রে করে  বজ্ঞি আদালতে পাঠিয়েছে পুলিশ।

  • বিষয়:



কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ১৬

নিউজ ১৬,ডেস্ক রিপোর্ট

সর্বশেষ সংবাদ