কক্সবাজার জেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৪, রাত ১১:৭ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৪, রাত ১১:৭ সময়
কক্সবাজার জেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি

জেলায় সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কক্সবাজার জেলা প্রেসক্লাবের অগ্রযাত্রা। 

দুর্নীতি, শোষন, নির্যাতন ও অন্যায়কারীদের বিরূদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে কক্সবাজার জেলা প্রেসক্লাব ২০২১ সাল থেকে কাজ করে যাচ্ছে। 


তাছাড়া ক্লাবের সকল সদস্যদের মাসিক মিলনমেলা প্রতিবারের ন্যায় অক্টোবর মাসে কক্সবাজার জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক রূপালী সৈকত পত্রিকার সম্পাদক(ভারপ্রাপ্ত) আবুল হাশেমের সভাপতিত্বে ও দৈনিক মেহেদী পত্রিকার নির্বাহী সম্পাদক ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিনের সঞ্চালনায় এবং অর্থ সম্পাদক মোঃ হাসানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় প্যানোয়া রোডের বায়তুল আমান ভবনে কক্সবাজার জেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডেইলি বাংলাদেশ কক্সবাজার জেলা প্রতিনিধি এইচ.এম ফরিদুল আলম শাহীন। 


এছাড়া বক্তব্য রাখেন, ক্সবাজার জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক রূপালী সৈকত পত্রিকার সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি এম.আর আয়াছ রবি ও শেখ সেলিম, দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়াছ রনি, দৈনিক মেহেদী পত্রিকার নির্বাহী সম্পাদক ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ হাসান, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল তালুকদার, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রমজান আলী, প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাত, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন তানিয়া, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ সোহেল, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম ইমরান, জাফর আলমসহ প্রমুখ।


সভায় সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিকনির্দেশনা ও নানা সিদ্ধান্ত গ্রহণ করে এবং কার্যকরী কমিটিতে দৈনিক সাগর দেশ পত্রিকার সহ সম্পাদক রাসেল উদ্দিনকে সহ-সাংগঠনিক হিসেবে নিয়োগ দিয়ে মাসিক সাধারণ সভার সমাপ্তি হয়।

  • বিষয়:



কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ