দুর্গাপূজা উপলক্ষ্যে কোনো অপতৎপরতার সুযোগ নেই

  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৪, দুপুর ৩:৫৭ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৪, দুপুর ৩:৫৭ সময়
দুর্গাপূজা উপলক্ষ্যে কোনো অপতৎপরতার সুযোগ নেই

দুর্গাপূজা উপলক্ষ্যে কোনো অপতৎপরতার সুযোগ নেই। কেউ কোনো বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম।

সোমবার ( অক্টোবর) দুপুরে ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে কথা বলেন তিনি।

সময়য় আইজিপি বলেন, সব পূজামন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে, বাড়ানো হয়েছে টহল। আগামীকাল থেকে সকল পূজামন্ডপে বিজিবি মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, কোনো প্রকার মিথ্যা প্রচারণা বা গুজব ছড়ানো হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সব ধরনের সহযোগিতার জন্য জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯ চালু আছে বলেও জানান পুলিশের আইজি।

  • বিষয়:



কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
নিউজ ১৬

নিউজ ১৬,ডেস্ক রিপোর্ট

সর্বশেষ সংবাদ